চিন্তায় চিন্তিত
লিখেছেন লিখেছেন নান্দিনী ১১ অক্টোবর, ২০১৫, ০৪:১২:৫৩ বিকাল
"অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা"-এম এ জলিল
"আমার বন্ধু রাশেদ"- মুহাম্মদ জাফর ইকবাল
"১৯৭১"-হুমায়ুন আহমেদ
.
.
.
.
তিনটা বইই মুক্তিযুদ্ধ বিষয়ক,কিন্তু কোন বইটা পড়লে যুদ্ধকালীন,যুদ্ধপরবর্তি বাংলাদেশ,যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশ সম্পর্কে সুস্পষ্টভাবে জানা যাবে ??
একজন সেক্টর কমান্ডার,যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করে গেছেন,স্বতস্ফূর্তভাবে,একজন
নাগরিক হিসেবে,একজন দায়িত্ববান দেশপ্রেমিক হিসেবে তার লেখা ?
না কি যিনি বা যারা যুদ্ধকালীন সময়ে ছিলেন স্বীয় জীবন বাঁচাতে ব্যস্ত এবং পরবর্তিতে শিশু,কিশোর,তরুনদের জন্য মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ লিখএছেন তাদের ?
শিশুতোষ গল্প,কিশোর উপন্যাসে ওনারা
যেভাবে ফুটিয়ে তুলেছেন,সেভাবে কি ওনারা পারতেন না যুদ্ধে অংশগ্রহণ করতে ?
অনেক অনেক প্রশ্ন মাথায় গিজগিজ করছে,
কেনো ???
কারন আমাদের বর্তমান প্রজন্ম কতোজন এম এ জলিল এর কথা মনে রাখে ?যতোটা মনে রাখে মুহম্মদ জাফর ইকবাল এবং অন্যান্যদের ???
মাথা নষ্ট ম্যান
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন